ঈশ্বরদী উপজেলার পশ্চিম পার্শ্ব দিক দিয়ে পাকশী ইউনিয়ন এর দক্ষিণ দিক দিয়ে বাংলাদেশের একটি বৃহত্তম ০১ টি নদী পদ্মা প্রবাহিত হয়েছে । উক্ত পদ্মা নদীর পার্শ্বে বাংলাদেশের বিখ্যাত ইপিজেড রয়েছে। উক্ত নদীর উপরে একটি হার্ডিং ব্রীজ যাহা রেল লাইন এর মাধ্যমে ট্রেন পারাপার হয়ে থাকে এবং দক্ষিণ পার্শ্বে আর একটি লালন শাহ ব্রীজ নামে একটি সড়ক যোগাযোগের মাধ্যম রয়েছে। উক্ত নদীতে প্রচুর ইলিশ মাছ ধরা পড়ে এবং উক্ত নদীর পানির প্রচুর স্রোত রয়েছে।
বিল
পাতি বিল, চাকলি বিল, বাশেরবাদা কোল, গয়েরগাড়ীর বিল, দশ ভাগির বিল উল্লেখ যোগ্য অত্র উপজেলার মধ্যে রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস